Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৩-২০২৪ অর্থ বছরে লাইসেন্সবিহীন খাদ্যশস্য ব্যবসায়ীগণকে শতভাগ লাইসেন্সের আওতায় আনয়নের জন্য ১৬ থেকে ২২ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত লাইসেন্স সপ্তাহ উদযাপন।
বিস্তারিত

এতদ্বারা খাদ্যশস্য আমদানিকারক, পাইকারী ব্যবসায়ী ও আড়দার, খুচরা ব্যবসায়ী, চালকল (অটোমেটিক রাইস মিল, মেজর রাইস মিল, হাস্কিং রাই মিল) মালিক ও ময়দাকল মালিকগণকে জানানো যাচ্ছে যে, যারা সর্বনিম্ন ১(এক) মে.টন খাদ্যশস্য/খাদ্য সামগ্রী অর্থাৎ ১০০০ কেজি ধান/চাল, গম/গমজাত দ্রব্য মজুত/ক্রয়-বিক্রয় করেন তাদের জন্য  এস,আর,ও নং-১১৩-আইন/২০১১ The Control of Essential Commodities Act.1955 (Act No.1 of 1955) এর সেকশন-৩ প্রদত্ত ক্ষমতা বলে খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা ছাড়াও খাদ্যশস্য মজুতের পরিমাণ ও মেয়াদ নির্ধারণ করে দেয়া হয়েছে এবং অনুমোদিত প্রত্যেক লাইসেন্সধারী ব্যবসায়ীকে খাদ্যশস্য/খাদ্য সামগ্রী আমদানি, ক্রয়, মজুত ও বিক্রয়ের হিসাব লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষর নিকট নির্ধারিত "ছকে" পাক্ষিক ভিত্তিতে প্রতিবেদন দাখিলের বিধান রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেক ব্যবসায়ী এ লাইসেন্স গ্রহণে অনিহা প্রকাশ করছেন এবং পাক্ষিক প্রতিবেদন দাখিল থেকে বিরত থাকছেন যা আইনের লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

লাইসেন্স গ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১) পাসপোর্ট সাইজের ছবি - ০২ (দুই) টি।

২) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি - ০১ (এক) টি।

৩) ট্রেড লাইসেন্সের ফটোকপি- ০১ (এক) টি।

               এই পরিস্থিতিতে যারা খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ করেননি তাদেরকে লাইসেন্স গ্রহণ এবং নিয়মিত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে অতিসত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

প্রকাশের তারিখ
06/07/2023
আর্কাইভ তারিখ
31/07/2023