Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

আভ্যন্তরীন সংগ্রহ :

  • ক. বোর মৌসুম : সরকারী বিনির্দেশ মোতাবেক স্থানীয় ভাবে  সিদ্ধ/আতপ চাল সংগ্রহ ও কৃষকদের মাধ্যমে ধান সংগ্রহ করে গুদামজাতকরন।
  • খ. আমন মৌসুম : সরকারী বিনর্দেশ মোতাবেক স্থানীয় ভাবে লাইসেন্স ধারী মিলারদের মাধ্যমেগম সংগ্রহ : কৃষকদের মাধ্যমে গম সংগ্রহ ও গুদামজাত করন।

       বৈদেশিক আমদানী -চাহিদা মোতাবেক চাল/গম আমদানী ও গুদামজাত করন।

  • সরকারী নির্দেশ মোতাবেক বিভিন্ন খাতে চাল/গম বিতরণ।
  •  দুঃস্ত ও অসহায় মহিলাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের মাধ্যমেভি.জি.ডি খাতে চাল/গম বিতরন।
  • উৎসব ও আপদ কালীন সময়ে দুঃস্ত গরীব ও ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে পৌরসভা/ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানগণের মাধ্যমে ভি.জি.এফ খাতে চাল বিতরণ।
  • জি.আর খাতে চাল বিতরণ।
  • গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন (টি.আর/কাবিখা) খাতে চাল/গম বিতরণ।
  • রেশন খাতে চাল/গম বিতরণ।
  • সুলভ মূল্যে খোলা বাজারে (ও.এম.এস) খাতে
  • খাদ্য বান্ধব কর্মসূচী ১৫ টাকা কেজি কার্ডধারীদের মধ্যে ডিলারদের মাধ্যমে চাল বিক্রয়।
  • খুচরা খাদ্য শস্য খাদ্য সামগ্রী ব্যবসায়ীদের মধ্যে ফুড গ্রেইন লাইসেন্স প্রদান করা।

প্রত্যাশিত সেবা নিশ্চিতকারী কর্মকর্তা :

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, মোবাইল : ০১৯১৯-৪৭৫১৭৬

পরবর্তী কর্তৃপক্ষ : জেলা খাদ্য নিয়ন্ত্রক, ময়মনসিংহ।